Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কোটা সংস্কারের দাবিতে বেরোবির শিক্ষার্থীদের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

বেরোবি প্রতিনিধি :

বেরোবি প্রতিনিধি :

জুলাই ৬, ২০২৪, ০৪:৩৬ পিএম


কোটা সংস্কারের দাবিতে বেরোবির শিক্ষার্থীদের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

চলমান কোটা সংস্কারের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ  করেছে। এতে রংপুর বিভাগের সকল জেলার সাথে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ শনিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে  থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল  শুরু হয়। 

এই মিছিল  বিশ্ববিদ্যালয়ের প্রধান  প্রধান সড়ক  প্রদক্ষিণ করে রংপুরের প্রবেশ ধার মডার্ণ মোড়ে এসে রংপুর -ঢাকা মহাসড়ক অবরোধ করে।এতে ঢাকার সাথে রংপুরের সকল জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী সমাবেশ  ও বিক্ষোভে অংশগ্রহণ করে।হাতে পোস্টার আর মুখে বিভিন্ন রকম স্লোগানে মুখরিত করে।সাধারণ শিক্ষার্থীবৃন্দ তাদের দাবি দাওয়া উপস্থাপন করে।

তারা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলোও আমরা এখনো বৈষম্য শিকার হচ্ছি।  আমরা চাইনা কোটা সম্পূর্ণ বাতিল হোক,কোটা থাকুক,তবে সেটা সামান্য এই আইন করেই পরিপত্রটি পাস হোক।

বিআরইউ

Link copied!