Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

পঁচা খাবার দেওয়ায় আবারো সিলগালা ইবির ঢাকা বিরিয়ানি হাউজ

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

জুলাই ৭, ২০২৪, ০৭:০৪ পিএম


পঁচা খাবার দেওয়ায় আবারো সিলগালা ইবির ঢাকা বিরিয়ানি হাউজ

খাবারে পঁচা ডিম দেওয়ার অভিযোগে আবারো সিলগালা করে দেওয়া হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে অবস্থিত ঢাকা বিরিয়ানি হাউজ।

এর আগেও গত ১৫ মে বাসি খাবার বিক্রির অভিযোগে একদফা দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছিল।

রোববার দুপুর আড়াইটার দিকে দোকানে খেতে আসা শিক্ষার্থীদের অভিযোগ পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে বিরিয়ানি হাউজটি সিলগালা করে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন, ইয়ামিন মাসুম, মো. নাসির মিয়া এবং নিরাপত্তা শাখার সদস্যরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার রাতে দুজন শিক্ষার্থী এই দোকানে রাতের খাবার খেতে আসেন। খিচুড়ির সাথে ডিম নিলে ডিমটি পঁচা পান। এ সময় দোকানের কর্মচারী পঁচা থাকার কথা স্বীকার করলে তারা মালিককে ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে বলেন। কিন্তু গতকালও দোকানের মালিক প্রক্টরিয়াল বডি বা শিক্ষার্থীদের সাথে দেখা না করলে আজ দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে প্রক্টরিয়াল বডি এসে হোটেলটি সিলগালা করে দেন।

সহকারী প্রক্টর আমজাদ হোসেন বলেন, এর আগে ঢাকা বিরিয়ানি হাউজের বিরুদ্ধে পঁচা খাবার দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছিল। এর প্রেক্ষিতে আমরা একবার হোটেলটি সিলগালাও করে দিয়েছিলাম। পরবর্তীতে খোলার পড়ে আবারো আজকে পঁচা ডিম পাওয়ায় অভিযোগ পেয়ে এখানে আসলে দোকানের কর্মচারী ডিমের বিষয়টি স্বীকার করেছে। তাই আমরা দোকানটি বন্ধ করে দিয়েছি।

এ বিষয়ে প্রক্টর স্যারের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ইএইচ

Link copied!