Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

খুলনা-গোপালগঞ্জ মহাসড়ক অবরোধ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

জুলাই ৭, ২০২৪, ০৭:০৯ পিএম


খুলনা-গোপালগঞ্জ মহাসড়ক অবরোধ

‘জেগেছেরে জেগেছে ছাত্র সমাজ জেগেছে’, ‘লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে’- ইত্যাদি স্লোগানে নিয়ে অবরোধ করা হয়েছে গোপালগঞ্জ-খুলনা মহাসড়ক।

কোটা সংস্কারের দাবি জানিয়ে এ অবস্থান কর্মসূচি নিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি)।  

দাবি আদায় না হলে অবরোধ কর্মসূচি চলমান থাকবে বলে জানা যায়।

রোববার বিকাল সাড়ে ৫টায় অবরোধ করা হয়েছে খুলনা-গোপালগঞ্জ মহাসড়ক। এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আন্দোলনে অংশ নেওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহেল রানা বলেন, আমাদের দাবিগুলো খুবই সাধারণ। আমরা মেধার পরিচয় দিয়ে চাকরি পেতে চাই। কোটা দিয়ে কেন চাকরি পেতে হবে!

ইএইচ

Link copied!