Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চবিতে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

চবি প্রতিনিধি:

চবি প্রতিনিধি:

জুলাই ৯, ২০২৪, ০৩:৩৬ পিএম


চবিতে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন প্রজ্ঞাপনের বৈষম্যমূলক প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি করেছেন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ’।

মঙ্গলবার (৯ই জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি করেছেন তারা।

কর্মসূচিতে চবি কর্মকর্তা-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মনসুর আলী বলেন, আমলা নামের কামলারা আমাদের রাজপথে নামিয়েছে। আমরা চাই কর্মক্ষেত্রে ফিরে যেতে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এখনো কোন সমাধান পাইনি। আমরা যেহেতু আন্দোলন নেমেছি তাই এখান থেকে সরে যাওয়ার প্রশ্নই আসে না। বিশ্ববিদ্যালয়ে সেশনজট কতটা ভয়াবহ তা আমি জানি। কারণ এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি। তাই শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফিরিয়ে নিতে আপনারা আমাদের দাবি মেনে নিন।

কর্মকর্তা-কর্মচারী সমিতির সদস্য শুক্কর আলী বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পর আমাদেরকে পারিবারিক পেনশনে এনেছিলেন। কিন্তু বর্তমানে একটা কুচক্রী মহল আমাদের এ অধিকার খর্ব করেছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার শরীরে বঙ্গবন্ধু রক্ত প্রবাহিত রয়েছে। তাই আপনি আমাদের এ দাবি মেনে নিন।  এসময় তিনি গান পরিবেশন করার মাধ্যমে প্রত্যয় স্কিম বাতিলের প্রতিবাদ করেছেন।

বিআরইউ 

Link copied!