Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

কোটা সংস্কার আন্দোলন

নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জুলাই ১১, ২০২৪, ০৩:০৪ পিএম


নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ছবি: আমার সংবাদ

চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে অবস্থান করে কোটা বাতিলের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বেলা আড়াইটায় বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু অনগ্রসর গোষ্ঠী, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটা সর্বোচ্চ ৫% রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে দুইপাশ  দিয়ে অবস্থান করে ব্লকেড তৈরি করে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

যার ফলে  মহাসড়কের দু’পাশে প্রায় দীর্ঘ ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এছাড়াও আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ রাস্তা অবরোধ করে ক্রিকেট খেলেন। আন্দোলনের এক পর্যায়ে বৃষ্টি শুরু হলে, বৃষ্টি উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘জেগেছেরে জেগেছে ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠায় নাই’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারাবাংলায় খবর দে, কোটাপ্রথা কবরদে’ লেখা সম্বলিত প্লেকার্ড নিয়ে আন্দোলন করেন এবং স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন কোটাপ্রথার বিরুদ্ধে। আমরা চাই বাংলাদেশ মেধাবীদের দ্বারা পরিচালিত হোক। শুধু কোটা না থাকার কারণে একজন মেধাবী কেনো পিছিয়ে থাকবে। আমরা চাই এই কোটাকে যেন সংস্কার করে ৫% এ নিয়ে আসা হয়। আর এটি যেন নির্বাহী বিভাগ থেকে আইন পাশের মাধ্যমে সিদ্ধান্ত দেয়া হয়।

আন্দোলনস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোটা সংক্রান্ত আদালতের রায়টি একমাসের জন্য স্থগিত হয়েছে।  তাই, জনদুর্ভোগ ও মানুষের ভোগান্তি কমাতে শিক্ষার্থীদের মহাসড়ক ত্যাগ করে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার আহ্বানও জানান তিনি।

পরে আড়াইঘণ্টা অবরোধ শেষে বিকেল পাঁচটার দিকে মহাসড়ক অবরোধ ছেড়ে দেন শিক্ষার্থীরা।

বিআরইউ

Link copied!