Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

ক্যাম্পাসের প্রধান ফটকের তালা ভেঙে শাহবাগ অভিমুখে জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

জুলাই ১১, ২০২৪, ০৫:২৪ পিএম


ক্যাম্পাসের প্রধান ফটকের তালা ভেঙে শাহবাগ অভিমুখে জবি শিক্ষার্থীরা

কোটা সংস্কারের এক দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের তালা ভেঙে ও পুলিশের বাঁধা উপেক্ষা করে গুলিস্তান অবরোধে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উন্মুক্ত লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ সময় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বাঁধা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির সদস্যদের তালা ভেঙে বিক্ষোভ মিছিলটি বের করেন।

এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের পুরান ঢাকার শাঁখারি বাজার ও রায়সাহেব বাজার মোড়ে পুলিশ ব্যারিকেট দেয়। তবে শিক্ষার্থীদের ব্যারিকেড এবং বাঁধা দিয়ে ধরে রাখতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন৷

ইএইচ

Link copied!