Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শনিবার ছাত্র আন্দোলনের প্রতিনিধি বৈঠক, সন্ধ্যায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১২, ২০২৪, ০৭:২৩ পিএম


শনিবার ছাত্র আন্দোলনের প্রতিনিধি বৈঠক, সন্ধ্যায় সংবাদ সম্মেলন

আগামীকাল শনিবার সারাদেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ও ৬৪ জেলায় অনলাইন ও অফলাইন প্রতিনিধি সম্মেলনের ঘোষণা দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় প্রায় এক ঘণ্টা শাহবাগ মোড়ে সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার নতুন এ কর্মসূচির ঘোষণা দেন।

আবু বাকের মজুমদার জানান, শনিবার সন্ধ্যা ৬টায় পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করা হবে।

শুক্রবার বিকাল ৫টা ২০ মিনিটের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে শাহবাগ আসেন তারা।

এর আগে বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে কর্মসূচির ডাক দিয়ে বলা হয় শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাক দেওয়া হয়। বৃহস্পতিবার সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও এর সঙ্গে জড়িতদের বিচার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে এ বিক্ষোভের ডাক দেন তারা।

শাহবাগে বিকাল সাড়ে ৫টার দিকে দেখা যায়, সড়ক অবরোধ করে নানা স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা। শাহবাগের মেট্রোরেল স্টেশনের নিচে ব্যারিকেড দিয়ে অবস্থান করছিল বিপুল সংখ্যক পুলিশ ৷ তবে তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি।

ইএইচ

Link copied!