Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গণ বিশ্ববিদ্যালয়ের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গবি প্রতিনিধি

গবি প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৪, ০৮:২৬ পিএম


গণ বিশ্ববিদ্যালয়ের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুই যুগের বেশি সময় ধরে নানান চড়াই উৎরাই পেরিয়ে প্রয়াত ড. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন ধারণ করে সাফল্যের সাথে ২৭তম বর্ষে পদার্পণ করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)।

রোববার সকালে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে দিনটির উদযাপিত হয়। এ সময় মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে অ্যাকাডেমিক ভবনের সামনে এসে শেষ হয় শোভাযাত্রাটি।

শোভাযাত্রা শেষে ২৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে অনুভূতি প্রকাশ করে আইন বিভাগের শিক্ষার্থী রাজিউল ইসলাম শান্ত বলেন, গত ২৬ বছরে গণ বিশ্ববিদ্যালয় অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এই অবস্থানে। আমি চাই গণবিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হোক এবং গবেষণা খাতে আরো উন্নতি কামনা করি।

রেজিস্টার এস তাসাদ্দেক আহমেদ বলেন, গণবিশ্ববিদ্যালয়ের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে শুভেচ্ছা। আমরা ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষক নিয়োগ দেই।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল হোসেন, ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আমরা র‌্যালির আয়োজন করেছি। ডা.জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন ছিল এটি হবে দরিদ্র মেধাবীদের প্রতিষ্ঠান। তার স্বপ্নের পথ ধরে আমরা বিশ্ববিদ্যালকে সামনের দিকে এগিয়ে নিতে চেষ্টা করছি। ইউজিসির একটা লাল তারকা ছিল পূর্বে বর্তমানে সবার সম্মিত প্রচেষ্টায় আমরা সে লাল দাগ মুছতে সক্ষম হয়েছি।

ইএইচ

Link copied!