Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

কোটা আন্দোলনকারী-ছাত্রলীগ সংঘর্ষ: তিতুমীরের ৭ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৫, ২০২৪, ০৬:৪৭ পিএম


কোটা আন্দোলনকারী-ছাত্রলীগ সংঘর্ষ: তিতুমীরের ৭ শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় অন্তত ৮০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও এই হামলায় আহত হন।

সোমবার (১৫ জুলাই) বিকেলে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, ‍‍`ঢাকা মেডিকেলে আহত অবস্থায় অন্তত ৭০ শিক্ষার্থী এখন পর্যন্ত জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছেন।‍‍`

তাঁদের মধ্যে তিতুমীর কলেজের ৭ জন শিক্ষার্থীও রয়েছেন।

তিতুমীর কলেজের আহত শিক্ষার্থীরা হলো সুজন, শামিম, সাখাওয়াত, আফতাব, সুমনা, আসমানি, জুবায়ের।

আহত শিক্ষার্থীদের অভিযোগ, ইডেন কলেজের ভেতরে ছাত্রলীগের হামলায় ৬ ছাত্রী আহত হন। এছাড়া রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর, জিয়া হল, শহীদুল্লাহ হল, ৭১ হল এলাকায় ছাত্রলীগের কর্মীরা কোটাবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে ছাত্র এবং ছাত্রীদের আহত করে। আহতদের বেশিরভাগেরই মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তিতুমীর কলেজের এক শিক্ষার্থী দৈনিক আমার সংবাদকে জানান, হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মী সাথে হেলমেট পরিহিত ৪০-৫০ জন দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করে। তারা রড, হকিস্টিক, বাঁশ দিয়ে আমাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে। আমাদের সাথে অনেকেই আহত হয়ে হসপিটালে আছে।

ঢামেকে আসা আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে কারো মাথা ফেটেছে, কারো নাক, এবং কারো হাতে কোপের দাগ রয়েছে।

আহত শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, আন্দোলনের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

রোববার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ (সোমবার) দুপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন। একই স্থানে বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ছাত্রলীগ। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ভিসি চত্বরের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এতে অন্তত ৮০ জন আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে গেছে বলে জানা গেছে।

আরএস

Link copied!