Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

প্রত্যয় স্কিম

চবিতে কর্মকর্তা-কর্মচারীদের সিনেট সভা প্রত্যাখ্যানের ঘোষণা

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

জুলাই ১৬, ২০২৪, ১২:৫২ পিএম


চবিতে কর্মকর্তা-কর্মচারীদের সিনেট সভা প্রত্যাখ্যানের ঘোষণা

অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন প্রজ্ঞাপনের বৈষম্যমূলক প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি করেছেন ‍‍`চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ‍‍`। এতে তারা আগামী ২০ শে জুলাই বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট সভা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৫ই জুলাই) সকাল ১১ টায়  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি করেছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী সমিতি‍‍`র  সভাপতি আলী হোসেন বলেন, আগামী ২০ শে জুলাই অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট সভা আমি প্রত্যাখ্যান করেছি। আপনাদের প্রতি অনুরোধ আপনারা কেউ সিনেট সভায় যাবেন না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ কর্মস্থলে ফিরবেন না। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী ছাড়া বিশ্ববিদ্যালয় চলে কিনা আমরা দেখবো।

তিনি আরো জানান, আমরা চাই সিনেট সভা হোক। তবে ২০ তারিখ নয়। সেটা ৩০ শে জুলাই করা হোক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি‍‍`র সহ সভাপতি মিনা পারভিন বলেন, আমরা এখনো খোলা আকাশের আলো দেখতে পাচ্ছি না। দেখতে পেয়েছি অনেকে কর্মসূচিতে আসেন না। আমি সবাইকে সকল কর্মসূচিতে আসার বিনীত আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, কর্মকর্তা-কর্মচারী সমিতি কর্তৃক সিনেট সভা প্রত্যাখ্যানের জন্য আমি আপনাদের সাধুবাদ জানাই।

উল্লেখ্য,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন‍‍`র সমন্বয়ে গত ১ লা জুলাই সর্বজনীন ‍‍`প্রত্যয় স্কিম‍‍` হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ অন্তর্ভুক্ত প্রত্যাহার ও ইউজিসি কর্তৃক প্রণীতব্য অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে ‍‍`চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ‍‍` গঠন করেন। তখন থেকে তারা লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন।

আরএস

Link copied!