নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৪, ১০:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৪, ১০:৫৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি থেকে সরে গেছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। তবে ছাত্রলীগের নেতাকর্মীরা রয়ে গেছেন টিএসসি এলাকায়। সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে।
এদিকে মঙ্গলবার দিনের মতো রাতেও ক্যাম্পাসে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
ত্রিমুখী এমন অবস্থানের মধ্যে মঙ্গলবার রাত পৌনে ৯ টার দিকে কোটাবিরোধী আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, আগামীকাল পবিত্র আশুরার কথা বিবেচনা করে আমরা আজকের মত কর্মসূচি স্থগিত করছি। আমরা সমন্বয়কদের সঙ্গে কথা বলে রাতে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব।
এর আগে বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। সেখানে লাঠিসোঁটা নিয়ে তারা বাকি সময় অবস্থান করেন।
ইএইচ