Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পবিত্র আশুরা: আজ কর্মসূচি পালন করবে না কোটাবিরোধীরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৭, ২০২৪, ১২:২২ এএম


পবিত্র আশুরা: আজ কর্মসূচি পালন করবে না কোটাবিরোধীরা

পবিত্র আশুরা উপলক্ষে বুধবার কোটা সংস্কার আন্দোলনের কোনো কর্মসূচি থাকছে না বলে জানা গেছে।

 মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

 তিনি বলেন, সারাদেশে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা চালানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তবে বুধবার পবিত্র আশুরা থাকার কারণে কর্মসূচি থাকছে না।

 এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইএইচ

Link copied!