Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জাবিতে ৩ শিক্ষার্থী ও ২ সাংবাদিক গুলিবিদ্ধ

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

জুলাই ১৭, ২০২৪, ০৭:৪০ পিএম


জাবিতে ৩ শিক্ষার্থী ও ২ সাংবাদিক গুলিবিদ্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ছে পুলিশ। এতে অন্তত ৩ শিক্ষার্থী ও ২ সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

বুধবার বিকাল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে অবস্থানরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের ওপর টিয়ারশেল ছোড়া শুরু করে।

শিক্ষার্থী, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গুলি ও টিয়ারগ্যাসে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩ শিক্ষার্থী ও ২ সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন।

এদিন দুপুর থেকেই শহীদ মিনারের এক পাশে শিক্ষার্থী ও অপর পাশে পুলিশ অবস্থান নেয়। তখন থেকেই উভয় পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনা ও উত্তেজনা চলছিল। বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে।

এতে এক সাংবাদিক, ক্যামেরাপারসন ও অন্তত ৩ শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।

আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আমরা জড়ো হয়ে মিছিলে স্লোগান দিচ্ছিলাম। পরে দুপুর ১২টা থেকে আমাদের মুখোমুখি দাঁড়ায় পুলিশ। আমাদের পক্ষ থেকে কোনো ধরনের উসকানি ছাড়াই তারা ৫টার পর থেকে আমাদের ওপর হামলা শুরু করে।

ইএইচ

Link copied!