Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪,

সিলেটে মার্চ ফর জাস্টিস: পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩১, ২০২৪, ০৩:৩৭ পিএম


সিলেটে মার্চ ফর জাস্টিস:  পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদেরকে পুলিশের বাধা সৃষ্টি হয়। আজ বুধবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে এই বাধায় আক্রমণাত্মক হয় পুলিশ।

জানা যায়, আন্দোলনকারীরা পদযাত্রা নিয়ে নগরের সুবিদ বাজারের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। আন্দোলনকারী ব্যারিকেড ভেঙে সামনে এগোলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে। পরবর্তীতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এখন নগরের বিভিন্ন গলি-রাস্তায় জড়ো হওয়া আন্দোলনকারীদের সরিয়ে দিচ্ছে পুলিশ।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা থেকে শাবিপ্রবির প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন আন্দোলনকারীরা। পরে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ তাদের বাধা দেয়। এরপর আরও শিক্ষার্থী যোগ দিয়ে স্লোগান দিতে শুরু করে। তখন পুলিশ ক্যাম্পাসের ভেতরে চলে যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকশ শিক্ষার্থী পদযাত্রা নিয়ে সেখান থেকে শহরের কোর্ট পয়েন্টের দিকে যায়। সেখান থেকে পদযাত্রা নিয়ে তারা সুবিদ বাজারে গেলে এই সংঘর্ষ শুরু হয়।

বিআরইউ

Link copied!