Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চবিতে নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্যের মানববন্ধন

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

জুলাই ৩১, ২০২৪, ০৬:০২ পিএম


চবিতে নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্যের মানববন্ধন

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য।

বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন করেছেন তারা।

এতে শতাধিক শিক্ষকের উপস্থিতি দেখা গেছে।

মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসান বলেন, আবারো মেট্রোরেল হবে, এক্সপ্রেস হবে কিন্তু নিহতেরা আর আসবে না। রাষ্ট্রীয় সম্পদের চেয়ে জীবনের মূল্য অবশ্যই বেশি। আমাদের শতশত শিক্ষার্থী আজ নেই। হাজারেরও অধিক আহত হয়েছে। অনেকে পঙ্গুত্ববরণ করেছে। এখনো শিক্ষার্থীদের উপর গ্রেপ্তার, হয়রানি করে তটস্থ করা হচ্ছে। সরকারের কাছে আমার প্রশ্ন, কোন আইনের বলে শিক্ষার্থীদের উপর এমন বর্বরোচিত দমনপীড়ন চলছে?

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে সারাদেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর এক নারকীয় গণহত্যা চালানো হয়েছে। সোনার বাংলাদেশ এখন লাল রক্তে রঞ্জিত। আমরা শিক্ষার্থীদের উপর গণহত্যার দ্রুত বিচার চাই। গ্রেপ্তারদের শিগগিরই মুক্তি চাই।

বক্তব্য শেষে শিক্ষকরা র‍্যালি করে শহিদ মিনার থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে মানববন্ধন সমাপ্ত করেন।

ইএইচ

Link copied!