Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

চুয়েটে ছাত্র-শিক্ষকসহ সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

আগস্ট ৮, ২০২৪, ০১:০৩ পিএম


চুয়েটে ছাত্র-শিক্ষকসহ সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সব ধরনের ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করেছে। একইসঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরণের রাজনৈতিক সম্পৃক্ততাও নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির ১৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণা দেন।

এতে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধান অনুযায়ী শাস্তি দেয়া হবে।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় সাধারণ শিক্ষার্থীরা। এরপর গতকাল বুধবার চুয়েট শিক্ষার্থীদের বিবৃতির পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে।

বিআরইউ

Link copied!