Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

শাবিপ্রবির সকল হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির পদত্যাগ

শাবিপ্রবি প্রতিনিধি

শাবিপ্রবি প্রতিনিধি

আগস্ট ৮, ২০২৪, ০৮:০১ পিএম


শাবিপ্রবির সকল হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির পদত্যাগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সকল আবাসিক হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।

তিনি জানান, প্রক্টরিয়াল বডির সকল সদস্য, হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট সকলে আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি। আমরা সকলে একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করতে। ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।

এর আগে, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এরপর আজ বৃহস্পতিবার প্রক্টর, প্রক্টরিয়াল বডির সদস্যরা, প্রভোস্ট, সহকারী প্রভোস্টটা পদত্যাগপত্র জমা দেন।

ইএইচ

Link copied!