Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

চবির প্রক্টরিয়াল বডিসহ ৩ প্রভোস্টের পদত্যাগ

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

আগস্ট ১০, ২০২৪, ০৬:০৭ পিএম


চবির প্রক্টরিয়াল বডিসহ ৩ প্রভোস্টের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর ড. অহিদুল আলমসহ সকল প্রক্টরিয়াল বডি এবং ৩ টি হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন।

শনিবার দুপুর ১২টায় উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।

পদত্যাগ করা তিন হল প্রভোস্ট হলেন- আলাওল হলের সৃজিত কুমার দত্ত, এ এফ রহমান হলের আলী আরশাদ এবং সোহরাওয়ার্দী হলের শেখ সাদি।

জানতে চাইলে চবি প্রক্টর ড. অহিদুল আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। চলামান পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে পদত্যাগ করেছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, প্রক্টরিয়াল বডি ও ৩ হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন। বাকিরাও দ্রুত পদত্যাগ করবে বলে আমরা জানতে পেরেছি। এখন আর দাবি নয় তাদের পদত্যাগ করতে বাধ্য করবে শিক্ষার্থীরা।

এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এবং অন্যান্যরা পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানান তারা।

ইএইচ

Link copied!