Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

কুবি ভিসি মঈনের পদত্যাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আগস্ট ১১, ২০২৪, ০২:৪৫ পিএম


কুবি ভিসি মঈনের পদত্যাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন পদত্যাগ করেছেন।

শিক্ষার্থীদের দাবির মুখে রোববার সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির।  

এ সময় তিনি গণমাধ্যমে বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমাকে ভিসি স্যারের পদত্যাগপত্র মেইল করে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তার দুর্নীতি নিয়ে দেয়া বিতর্কিত মন্তব্যে সারাদেশে সমালোচিত হন তিনি। সেসময় একজন ক্যাম্পাস সাংবাদিককেও তিনি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেন।

ইএইচ

Link copied!