Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪,

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৫, ২০২৪, ০১:৩৩ এএম


৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৪ তম বিসিএস এর লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার জারিকৃত এক বিজ্ঞপ্তিতে সময়সূচি জানায় পিএসসি।

পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী সেপ্টেম্বরের ১ তারিখ থেকে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর প্রধান কার্যালয় আগারগাঁও, শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হবে।

৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়, আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। এরপর ২০২২ সালের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাশ করেন।

ইএইচ

Link copied!