Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪,

৫ম দিনের মতো বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি:

বাকৃবি প্রতিনিধি:

আগস্ট ১৫, ২০২৪, ০৪:৩২ পিএম


৫ম দিনের মতো বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চার দফা দাবিতে সারা দেশে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই দাবির সাথে সংহতি জানিয়ে সকল অপচেষ্টা রুখে দিতে এবং ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধের জন্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসময় খুনি হাসিনার বিচার, করতে হবে করতে হবে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে ৫ম দিনের মতো শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মুক্তমঞ্ছের সামনে এসে জড়ো হন। পরে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কে আর মার্কেট হয়ে বিভিন্ন অনুষদের ভেতর দিয়ে গিয়ে আব্দুল জব্বারে শেষ হয়। পরবর্তীতে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তারা বলেন, ক্যাম্পাসে রাজনীতি বন্ধের জন্য আমরা আন্দোলন করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। বিভিন্ন কারণে আমাদের বিশ্ববিদ্যালয় দিবস ভালোভাবে পালন করতে পারি নি। আগামী ১৮ তারিখ আমরা সবাই উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয় দিবস ভালোভাবে পালন করবো।

বিশ্ববিদ্যালয় দিবস পালনের জন্যে শিক্ষার্থীদের আগামী শনিবারের মধ্যে হলে আসার আহ্বান আন্দোলনকারী শিক্ষার্থীদের।

বিআরইউ

Link copied!