Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাবিতে ছাত্রলীগ কর্মীকে আটক করে সেনাবাহিনীতে সোপর্দ

রাবি প্রতিনিধি

রাবি প্রতিনিধি

আগস্ট ১৮, ২০২৪, ০৯:৩৫ পিএম


রাবিতে ছাত্রলীগ কর্মীকে আটক করে সেনাবাহিনীতে সোপর্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের এক সাবেক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার বিকেল ৩টার দিকে হলের ৪৫০ নম্বর রুমে হল প্রশাসনের লাগানো তালা ভেঙে ভেতরে ঢুকলে হলের শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে বেলা ৫টার দিকে তাকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।

অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর নাম আল আমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি হল শাখা ছাত্রলীগের সভাপতি মমিনুল ইসলামের অনুসারী ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী আল আমিন বলেন, আমি কখনো সিট বাণিজ্য ও শিক্ষার্থীদের নির্যাতনের পক্ষে কখনো ছিলাম না। আর্থিক অসচ্ছলতার কারণে ছাত্রলীগের আগের কমিটির সময়ে টুকটাক রাজনীতি করে হলে উঠেছিলাম। 

তিনি আরও বলেন, আমি মাত্র তিন মাস ছাত্রলীগের সাথে ছিলাম। এরপরে ছাত্রলীগের সাথে আমার আর কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলামের পদত্যাগের কারণে তার থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইএইচ

Link copied!