Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ববি শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীর ছাত্রত্ব বাতিল

ববি প্রতিনিধি

ববি প্রতিনিধি

আগস্ট ১৯, ২০২৪, ০৯:৪৫ এএম


ববি শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীর ছাত্রত্ব বাতিল

হলের কক্ষে আটকে রেখে রাতভর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুকুল আহমেদকে নির্যাতনের ঘটনায় একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিদুল হক মঞ্জু ও শিহাব উদ্দিন পাটোয়ারী রিফাত নামে দুই ছাত্রলীগ কর্মীর ছাত্রত্ব বাতিল এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের আহাদ খান রাফি নামে এক শিক্ষার্থীকে এক বছরের বহিষ্কারাদেশের সুপারিশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, গতকাল (১৭ই আগস্ট) রাতের একটি শৃঙ্খলা কমিটিতে তিন শিক্ষার্থীর শাস্তির সুপারিশ করা হয়েছে। এটা সিন্ডিকেটে অনুমোদন হলে প্রজ্ঞাপন জারি করা হবে।

উল্লেখ্য, গত বছরের ১৪ অক্টোবর বঙ্গবন্ধু হলের ৪০১৮ নং কক্ষে ছাত্রলীগের পরিচয়ধারী ঐ দুই কর্মীর পাশবিক নির্যাতনে মুকুলের বাম হাতের হাড় ভেঙে যায়। এ ঘটনায় প্রায় এক বছরে পর  বিচার পেতে যাচ্ছে মুকুল আহমেদ।

ইএইচ

Link copied!