নোবিপ্রবি প্রতিনিধি:
আগস্ট ২১, ২০২৪, ০৩:২৬ পিএম
নোবিপ্রবি প্রতিনিধি:
আগস্ট ২১, ২০২৪, ০৩:২৬ পিএম
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) থেকে পদত্যাগ করেছেন ্উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বাকী।
বুধবার (২১ আগস্ট) সকালে শিক্ষক, কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের চাপের মুখে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য হন তিনি।
পদত্যাগপত্রে তিনি বর্তমান পরিবেশ ও পরিস্থিতি কে কারণ হিসেবে উল্লেখ করেন।
এর আগে গতকাল শিক্ষার্থীদের আন্দোলনে উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন ড. অধ্যাপক দিদারুল আলম। উপ-উপোচার্য পদত্যাগ না করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা দেন। আজ বিকাল তিনটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে `দালাল খোদাও` কর্মসূচি ও ঘোষণা করা হয়। কিন্তু সকালবেলা এক বিজ্ঞপ্তিতে উপ উপাচার্য তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগপত্রে বলা হয়, আমি ২৫/০৮/২০২১ ইং তারিখে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১২(১) অনুযায়ী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর নিয়ম প্রদান করা হয়। বর্তমান পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় তো নিয়োগ পত্রের (ঘ) নং শর্ত আলোকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রো-ভাইস চ্যান্সেলর পদে আমার নিয়োগ অদ্য তারিখ হতে বাতিল করতে, মূল পদে যোগদানে অনুমতি প্রদানের বিনীত অনুরোধ জানাচ্ছি।
উল্লেখ্য তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পাশাপাশি জুয়োলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান।
বিআরইউ