Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গণত্রাণ কর্মসূচি: মোট সংগ্রহ ১ কোটি ২৬ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৪, ২০২৪, ০১:১৩ এএম


গণত্রাণ কর্মসূচি: মোট সংগ্রহ ১ কোটি ২৬ লাখ টাকা

চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ কর্মসূচির দ্বিতীয় দিনে অনলাইন ও অফলাইনে সর্বমোট ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার যার পরিমাণ ছিল ২৯ লাখ ৭৬ হাজার টাকা। এ ছাড়া আজ বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী সহায়তা পাওয়া যায়। আগামীকালও (শনিবার) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গণত্রাণ কর্মসূচি চলমান থাকবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লূৎফর রহমান তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লূৎফর রহমান বলেন, টিএসসিতে আজকের টোটাল কালেকশন ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা।

ইএইচ

Link copied!