Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

রাজধানীতে ঢাবি সাংবাদিক সমিতির সভাপতির ওপর হামলা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৪, ১১:৩০ পিএম


রাজধানীতে ঢাবি সাংবাদিক সমিতির সভাপতির ওপর হামলা

রাজধানীর বঙ্গবাজার এলাকায় কাপড় কিনতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূইয়াসহ আরেক সাংবাদিক।

তাদেরকে মার্কেটের ভিতর নিয়ে স্থানীয় কাউন্সিলর চামেলির অনুসারীরা হাতুড়ি, রড, জিআই পাইপ দিয়ে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর বঙ্গমার্কেটের বঙ্গ ইসলামিয়া মার্কেটের দোতলায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূইয়াকে মার্কেটের একটি কক্ষের মেঝেতে ফেলে মাথায়, পিঠে, কোমড়ে, পায়ে আঘাত করা হয়৷ আরেক সাংবাদিক নাহিদকে দোতলায় মারার পর ছাদে তুলে পেটানো হয়। তিনি বাম পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।

শাহবাগ থানার ১৯ ও ২০ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলির স্বামী আবুল হোসেন টাবু ও বিএনপির নেতা রফিকুল ইসলাম স্বপন, শাহবাগ থানার ২০ নং ওয়ার্ডের বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ ইউসুফের নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন আল সাদী ভুইয়া।

ইএইচ

Link copied!