Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

অনিয়ম প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরে তালা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৮:০৬ পিএম


অনিয়ম প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরে তালা

খেলার মাঠ সংস্কারের নামে নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরে তালা দিয়েছে শিক্ষার্থীরা।

রোববার শারীরিক শিক্ষা দপ্তরে যান শিক্ষার্থীরা। পরে অফিস চলাকালীন সময়েও দপ্তরে কেউ না থাকায় দপ্তরটির প্রধান ফটকে তালা দেয় আন্দোলনকারীরা।

এ সময় বিভিন্ন মাধ্যমে দপ্তরটির অতিরিক্ত সহকারী পরিচালক মো. জিয়া উদ্দিন মণ্ডলের সাথে কয়েকবার যোগাযোগ করলেও দপ্তরে আসেননি তিনি। পরে ক্ষুব্ধ হয়ে দপ্তরটিতে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা।

সংস্কারের নামে ৩ বছর যাওয়ার পরেও মাঠের বেহাল অবস্থা, পর্যাপ্ত বাজেট পেয়েও যথাযথ সংস্কার না করা, দীর্ঘসময় ধরে বিশ্ববিদ্যালয়টিতে কেন্দ্রীয়ভাবে ক্রিকেট বা ফুটবল টুর্নামেন্ট না হওয়াসহ নানা অনিয়মের অভিযোগ তুলেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পাশাপাশি সংস্কারের নামে কেন্দ্রীয় খেলার মাঠকে বেহাল দশায় পরিণত করায় দায়ীদের নাম প্রকাশের আল্টিমেটাম দেন।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী হুমায়ুন কবির বলেন, আমরা আজকে শারীরিক শিক্ষা দপ্তরে গিয়েছিলাম আমাদের কিছু দাবি নিয়ে। কিন্তু দুঃখের বিষয় আমরা শারীরিক শিক্ষা দপ্তরে গিয়ে কাউকে পাই নাই। বিভিন্ন মাধ্যমে অতিরিক্ত সহকারী পরিচালক জিয়া উদ্দিন মন্ডল স্যারকে কয়েকবার ফোন দেওয়ার পরেও উনি দপ্তরে আসেননি। তাই আমরা দপ্তরে তালা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আরো কঠিনতর পদক্ষেপ নিবো যদি না শারীরিক শিক্ষা বিভাগ থেকে সুনির্দিষ্ট কোনো রেসপন্স পাই।

দপ্তরটির অতিরিক্ত পরিচালক মো. জিয়া উদ্দিন মণ্ডলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইএইচ

Link copied!