Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪,

আন্দোলনে নিহতদের স্মরণে তিতুমীরে কাওয়ালি সন্ধ্যা

তিতুমীর কলেজ প্রতিনিধি

তিতুমীর কলেজ প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৭:৪২ পিএম


আন্দোলনে নিহতদের স্মরণে তিতুমীরে কাওয়ালি সন্ধ্যা

রাজধানীর তিতুমীর কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শতাব্দী মঞ্চের আয়োজনে এতে অংশ নেয় জনপ্রিয় ব্যান্ড কাসিদা।

সোমবার বিকালে মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাওয়ালি, দেশের গান, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, একক কবিতার মাধ্যমে মেতে ওঠে সহস্রাধিক শিক্ষার্থী ও সাধারণ জনতা।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী খালিদ হাসান বলেন, তিতুমীর কলেজে এ রকম অনুষ্ঠান এই প্রথম। এর আগে অনেক ধরনের অনুষ্ঠান হয়েছে। কাওয়ালির মাধ্যমে প্রাণ ফিরেছে ক্যাম্পাসে। এরকম আয়োজন নিয়মিত হলে আমার মতো যারা তরুণ আছে তারা আরও উদ্বুদ্ধ হবে।

মহাখালীর স্থানীয় একজন বলেন, আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। এর আগে কখনো তিতুমীর কলেজে এরকম কাওয়ালি হতে দেখিনি। যা দেখে আজ আমি উজ্জীবিত, রোমাঞ্চিত। নিজেকে মুক্ত অনুভব করছি। সঙ্গে আমার মেয়েটি খুব খুশি।

উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এই রকম আন্দোলন আমরা কখনো দেখিনি এবং এই আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে স্বপ্নেও ভাবিনি। এই দ্বিতীয় স্বাধীনতা আমরা এখন উপভোগ করছি কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে অনেকের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমরা আশা করি সমাজ যে বৈষম্য সৃষ্টি হয়েছিল তা আর থাকবে না এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে পারবো।

ইএইচ

Link copied!