Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নজরুল বিশ্ববিদ্যালয়

সাড়ে ছয় বছরেও শেষ হয়নি স্নাতক, অনুষদ ও প্রশাসনিক ভবনে তালা

শওকত জাহান, নজরুল বিশ্ববিদ্যালয়

শওকত জাহান, নজরুল বিশ্ববিদ্যালয়

সেপ্টেম্বর ১১, ২০২৪, ১০:২৫ এএম


সাড়ে ছয় বছরেও শেষ হয়নি স্নাতক, অনুষদ ও প্রশাসনিক ভবনে তালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৬ বছর আট মাসেও স্নাতক সম্পন্ন করতে পারেনি।

বিভাগটির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ বছরের ২৮ মার্চ স্নাতকের সর্বশেষ পরীক্ষা দেওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও নানা জটিলতায় প্রকাশ হয়নি ফলাফল।

একই চিত্র দেখা যায় বিভাগের অন্যান্য শিক্ষাবর্ষেও। তাই চার বছরের স্নাতক এবং ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতার কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিজ্ঞান অনুষদ এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার সকালে বিজ্ঞান অনুষদ ভবনে তালা দিয়ে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করে বিভাগটির শিক্ষার্থীরা।

এ সময় তারা একদিনের মধ্যে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতকের ফলাফল প্রকাশ, অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রবর্তন ও বাস্তবায়ন, সেশনজট নিরসন এবং শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনাসহ ১৫ দফা দাবি উত্থাপন করেন।

এরপর বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীদের সাথে ১ ঘণ্টা বৈঠক শেষে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।

এ ব্যাপারে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিত হাসান জানান, আমরা ৫ বছর ৭ মাস পরে এসেও ৪ বছর মেয়াদি স্নাতকের ৮ম সেমিস্টারের ক্লাস করছি। গত ২৩ এপ্রিলে আমাদের ৭ম সেমিস্টারের পরীক্ষা শেষ করার ৬ মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশিত হয়নি। ৮ম সেমিস্টারের ক্লাস-পরীক্ষাও ঠিকমতো চলছে না৷ অথচ আমাদের শিক্ষাবর্ষের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা স্নাতক শেষ করেছে অনেক আগেই।

অন্যদিকে বিভাগটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৪ বছর ৭ মাস পর এসে আট সেমিস্টারের মধ্যে সবেমাত্র পঞ্চম সেমিস্টার শেষ করতে পেরেছে।

এসব ব্যাপারে জানতে বিভাগীয় প্রধান মো. রকিবুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আজ শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা হয়েছে। আগামীকাল বিভাগে অ্যাকাডেমিক মিটিংয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ব্যাপারে অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, আজকের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে এবং আগামী রোববারের মাঝেই মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া যাবে। আগামীকাল সকল শিক্ষকদের নিয়ে বিভাগীয় প্রধান অ্যাকাডেমিক মিটিং করবেন এবং সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির দায়িত্বশীল শিক্ষকদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরির দায়িত্ব দেয়া হয়েছে।

ইএইচ

Link copied!