Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হাবিপ্রবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৮:৫৮ পিএম


হাবিপ্রবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের আয়োজনে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের বিজনেস স্টাডিজ অনুষদের ৩০৫নং কক্ষে ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়।

ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাবিপ্রবির জরুরি আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. মামুনার রশিদ, রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শাখার পরিচালকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ শহিদ উজ জামান।

এ সময় ফিতা ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মহোদয়। পরবর্তীতে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. আবুল কালামের নির্দেশনায় বিভাগের এমবিএ ১৫ ব্যাচের শিক্ষার্থীরা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল আয়োজন করে। আয়োজনে মার্কেটিং মেরিটস, মার্কেটিং বাজ, ক্যাপ্টেন অব কমার্স, মার্কেটিং ম্যাভ্রিক্স ও মার্কেটিং ম্যানিয়া নামের ৫টি প্রতিযোগী দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন স্বাদের খাবার তৈরি করে স্টলে প্রদর্শন করে।

বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফেস্টিভ্যালে প্রথম স্থান অর্জন করে মার্কেটিং মেরিটস।

ইএইচ

Link copied!