Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ঢাবিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৯, ২০২৪, ১১:৫৯ এএম


ঢাবিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এফএইচ হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

নিহত তোফাজ্জলের বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে। তার বাবা-মা কেউ বেঁচে নেই।

পুলিশের ভাষ্য, ঢাবিতে চোর সন্দেহে গণপিটুনির শিকার হন এক যুবক। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যান তিনি।

বিষয়টি ঢাবি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। লাশটি মর্গে রাখা হয়েছে।

ইএইচ

Link copied!