Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের নেতৃত্বে রনি-তাসনুভা

তিতুমীর কলেজ প্রতিনিধি

তিতুমীর কলেজ প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৭:৩০ পিএম


তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের নেতৃত্বে রনি-তাসনুভা

সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে৷

বুধবার সংগঠনের মডারেটর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সালমা বেগম, সাবেক সভাপতি মাহবুবুল হাসান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মির্জা রাকিব, সদ্য সাবেক সভাপতি কানিজ ফাতেমা ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান এই কমিটি অনুমোদন করেন৷

নবগঠিত এই কমিটির সভাপতির দায়িত্বে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৮-১৯ বর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ রনি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ১৯-২০ বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিয়া তাসনুভা৷

এছাড়াও ২৮ সদস্যের এই কমিটির বাকিরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি তাসনুম খানম রাইসা, সহ-সভাপতি পদে ফৌজিয়া ইফফাত তন্বী, মশিউর রহমান, সোমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাকিন, উম্মে হাবিবা, নিশাত ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক পদে এহতেশামুল ইসলাম নোমান, বিতর্ক সম্পাদক নীলময় হৃদয়, দপ্তর সম্পাদক মো. ইমরান হোসাইন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, পাঠচক্র, কুইজ ও আন্তর্জাতিক সম্পাদক নুরুন আফরিন জিতু, ক্যারিয়ার ও কর্মশালা সম্পাদক সাইফুজ্জামান সৌরভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. আরিফ মিয়া এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাসুম বিল্লাহ, মহসিন সাগর, আব্দুল কুদ্দুস গালিব, মহসিন আহমেদ, আমিনুল ইসলাম, অর্পিতা রায় লুসি, সারজিস হোসেন, সুমাইয়া আক্তার শোভা, সোলায়মান নাগিন, সেলিনা আক্তার৷

কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সদ্য সাবেক সভাপতি কানিজ ফাতেমা ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান৷

ইএইচ

Link copied!