Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক

জবি প্রতিনিধি:

জবি প্রতিনিধি:

সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৩:৪২ পিএম


জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। আগামী দুই বছরের জন্য তাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হককে প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো।

বৃহস্পতিবার থেকেই তার আদেশ কার্যকর হবে। প্রক্টর থাকাকালীন সময়ে তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

ডক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বৈষম্যবিরোধী আন্দোলনে শুরু থেকেই ছাত্র-জনতার সঙ্গে রাজপথে সক্রিয় ছিলেন। এর আগে তিনি বিভাগের ছাত্র উপদেষ্টার দায়িত্বে পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও রিসার্চ গেটের তথ্য অনুযায়ী দেশে এবং বিদেশে প্রকাশিত প্রবন্ধের সংখ্যা ২০ -এর অধিক। প্রকাশিত প্রবন্ধের মাঝে ইনডেক্স ভুক্ত জার্নাল এবং সাইটেশনও রয়েছে। তিনি সামাজিক মাধ্যমে সমকালীন বিভিন্ন বিষয়ে লেখালেখির কারণে তার ব্যাপক পরিচিতি রয়েছে।

বিআরইউ

Link copied!