Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

বেরোবি শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান

আবু সাঈদ, বেরোবি

আবু সাঈদ, বেরোবি

সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০১:১৬ পিএম


বেরোবি শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার পর তাদের বহুল প্রত্যাশিত স্বপ্নের প্রধান ফটকের উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর।

২৯ সেপ্টেম্বরের আগে ফটকের বাকি কাজ শেষ করে সেইদিন সকাল ১১টায় এই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেরোবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

ফটক উদ্বোধন বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ফটকের কিছু কাজ বাকি আছে এই কাজগুলো এই সপ্তাহের  মধ্যে শেষ হয়ে যাবে। আমার বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে। ২৯  তারিখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে একটি আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে সকলের উপস্থিতিতে গেটের উদ্বোধনের করবো। এই ফটক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার একটি আবেগের জায়গা। বিশ্ববিদ্যালয়ের সবাই দীর্ঘ ১৬ বছর ধরে এই ফটকের জন্য অপেক্ষা করছেন। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী-কর্মকর্তা সবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হোক। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হোক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটক।

নতুন ফটক উদ্বোধন নিয়ে শিক্ষার্থী আকাশ বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী দীর্ঘ ১৬ বছর ধরে এই ফটকের অপেক্ষায় আছে। আমাদের অনেকগুলো চাওয়ার মধ্যে অন্যতম একটি চাওয়া হলো বিশ্ববিদ্যালয়ের মূল ফটক। অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ভিডিওতে ফটক দেখে খুশি হয়েছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি হতে আসার পর বিশ্ববিদ্যালয়ের সেই ফটক না থাকায় খারাপ লেগেছিল।

ইএইচ

Link copied!