Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফ্যাসিস্টদের লক্ষ্য বাস্তবায়নে কাজ করার অভিযোগ বুটেক্সের ভিসির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৩:৫৩ পিএম


ফ্যাসিস্টদের লক্ষ্য বাস্তবায়নে কাজ করার অভিযোগ  বুটেক্সের ভিসির বিরুদ্ধে

ছাত্র-জনতার আন্দোলনে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতনের পর সারা বাংলাদেশের ৬৪ জেলার সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গণ পদত্যাগ করলেও ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট ও মনোনীত টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শাহ আলিমুজ্জান এখন পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ৮৭ তম সিন্ডিকেট সভা  আহ্বান করেছেন। উক্ত সিন্ডিকেট সভায় কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকার কর্তৃক মনোনীত হয়ে ৪/৫ জন সদস্য সিন্ডিকেট সভার দায়িত্ব পালন করছেন।

ড. শাহ আলিমুজ্জামান এই সময়ে অনেক বিতর্কিত ও নীতি  নির্ধারণী সিদ্ধান্ত ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক মনোনীত এবং তার পছন্দের সদস্যদের মাধ্যমে পাশ করিয়ে নেয়ার জন্যই এ সভার আয়োজন করে। যা পাশ হলে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে।
সম্প্রতি তিনি অ্যাকাডেমিক কাউন্সিলের ৭৪ তম সভায় সময়ের বিবেচনায় কয়েকটি বিতর্কিত ইস্যু পাশ করিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালান।

কিন্তু অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যগণের তীব্র প্রতিবাদের মুখে তিনি তা পাস করাতে ব্যর্থ হন।
ফলে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনেকটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ ফলে অ্যাকাডেমিক কাউন্সিল না পেয়ে তিনি সিন্ডিকেট সভার মাধ্যমে তা পাস করিয়ে নিতে উঠে পড়ে লেগেছেন। 
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জানান বুটেক্সের বর্তমান উপাচার্য আওয়ামী মতাদর্শে বিশ্বাসী একজন বিতর্কিত ব্যক্তি। তিনি উপাচার্যের দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি সহ অসংখ্য বৈষম্য সৃষ্টি করেছেন এবং তার ধারাবাহিকতায় আগামী সিন্ডিকেট সভায় বিতর্কিত বিভিন্ন ইস্যু পাশ করিয়ে নেয়ার জন্যই এ সভা।

বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষক,  কর্মকর্তা ও কর্মচারীরা হাসিনা সরকারের পতনের পর থেকে বুটেক্সের উপাচার্যের পদ হতে অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ  আন্দোলন করে আসছে। আন্দোলন কারীগণ এই সময়ে আহ্বানকৃত বিতর্কিত সিন্ডিকেট সভা বন্ধসহ অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব হতে অব্যাহতি প্রদানের বিষয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার সদয় দৃষ্টি আকর্ষণ করছেন।

আরএস

Link copied!