Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

এসএসসি ২০২৫ সালের পরীক্ষার ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৯:১৯ পিএম


এসএসসি ২০২৫ সালের পরীক্ষার ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ফরম পূরণ আগামী ১ ডিসেম্বরের থেকে শুরু হবে।

একই সঙ্গে আগামী ২৭ নভেম্বরের মধ্যে নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করতে হবে বলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল ২৭ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

এতে আরও বলা হয়, এসএসসি পরীক্ষার ফরম পূরণ ১ ডিসেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে।

ইএইচ

Link copied!