Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভারতে মহানবীকে কটূক্তির প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৪:১২ পিএম


ভারতে মহানবীকে কটূক্তির প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

ভারতে পুরোহিত কর্তৃক বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে একত্রিত হন শিক্ষার্থীরা। পরে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী মডার্ন মোড় বাজার প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

এছাড়াও এ সময় শিক্ষার্থীরা ভারত সরকারের প্রতি এ ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান।

শিক্ষার্থীরা বলেন, যেই ভারত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের নামে গুজব ছড়ায়, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে নিজেদের মহান দাবি করে। অথচ তাদের দেশের মুসলমানদের উপরেই চলছে প্রকাশ্য নির্যাতন।

ইএইচ

Link copied!