Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বন্যার্তদের সাহায্যে পবিপ্রবির চেক হস্তান্তর

পবিপ্রবি সংবাদদাতা:

পবিপ্রবি সংবাদদাতা:

অক্টোবর ২, ২০২৪, ০৫:৩২ পিএম


প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বন্যার্তদের সাহায্যে পবিপ্রবির চেক হস্তান্তর

দেশের চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বন্যাপীড়িত মানুষকে সহযোগিতার জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ০১ (এক) দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ ১০,৭৭,০২৮.৩৯ (দশ লক্ষ সাতাত্তর হাজার আটাশ টাকা উনচল্লিশ পয়সা মাত্র) মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়।

বুধবার (২ অক্টোবর) সকাল ১০ টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের হাতে উক্ত অর্থের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন অধিশাখা) মো. নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান প্রমুখ।

বিআরইউ

Link copied!