Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চবিতে র‍্যাগিং-ইভটিজিং হলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৪, ০৯:১৫ পিএম


চবিতে র‍্যাগিং-ইভটিজিং হলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সকল প্রকার র‍্যাগিং, বুলিং ও ইভটিজিং থেকে বিরত থাকতে নির্দেশনা এবং দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চবি কর্তৃপক্ষ।

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কোন শিক্ষার্থীর প্রতি শারীরিক, মানসিক, মৌখিক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল প্রকার র‍্যাগিং, বুলিং ও ইভটিজিং থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি কোন শিক্ষার্থীর বিরুদ্ধে যথাযথ প্রমাণ সাপেক্ষে কোন ধরনের র‍্যাগিং, বুলিং ও ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যাকাডেমিক ও বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

ইএইচ

Link copied!