Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নতুন পরিচালক পেল শাবিপ্রবির আধুনিক ভাষা ইনস্টিটিউট

শাবিপ্রবি প্রতিনিধি

শাবিপ্রবি প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৪, ০৯:৫৬ এএম


নতুন পরিচালক পেল শাবিপ্রবির আধুনিক ভাষা ইনস্টিটিউট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম।

বৃহস্পতিবার এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির।

অফিস আদেশে বলা হয়, অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর তৈমুরকে তার আবেদনের প্রেক্ষিতে আইএমএল পরিচালক পদ থেকে ১৩ আগস্ট থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসাথে বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহমানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

ইএইচ

Link copied!