ইবি প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৪, ০৫:৫৬ পিএম
ইবি প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৪, ০৫:৫৬ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই.আই.ই.আর এর নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দা`ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল হোসাইন।
সোমবার (৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের আই.আই.ই.আর ভবনের অফিস কক্ষে তিনি দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী ৩ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
এসময় উপস্থিত ছিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, পরিবহণ প্রশাসক অধ্যাপক ড. এয়াকুব আলী, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো: তোজাম্মেল হোসেন, ড. মুহাম্মদ আবদুল্লাহ, ড. মো: কামরুল হাসান, ড. এ কে এম মফিজুল ইসলাম, মো: রফিকুল ইসলাম, দাওয়াহ এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মো: আলী উল্যাহ, আল কুরআন ও ইসলামিক স্ট্যাডিজ বিভাগের আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সদ্য দায়িত্বপ্রাপ্ত আই.আই.ই.আরের পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল হোসাইন বলেন, আমাকে এ দায়িত্ব দেওয়ার জন্য মাননীয় উপাচার্য মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সবার সাথে মিলে কাজ করতে চাই। এতোদিন এই প্রতিষ্ঠানটিতে যে যে কাজ হয়নি সে কাজগুলো করার চেষ্টা করব। যাদের আত্মাহুতির বিনিময়ে অর্জিত স্বাধীনতা, তাদের প্রতি সম্মান রেখে স্বাধীনতা পরবর্তী এই প্রতিষ্ঠানটিতে সংস্কারমূলক কাজ করার চেষ্টা করব।
আরএস