Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৪, ০৪:২৪ পিএম


ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান। আগামী ১ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আমাকে এই দায়িত্ব পালনে উপযুক্ত মনে করায় উপাচার্য মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শিক্ষার্থীদের সাথে নিয়ে হলের খাবারের মান উন্নয়ন, আবাসিক সিটের সমস্যার সমাধান, ইন্টারনেটের গতিসহ অন্যান্য শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে কাজ করে যাবো। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবে।

ইএইচ

Link copied!