জবি প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৪, ০৫:৫৮ পিএম
জবি প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৪, ০৫:৫৮ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বোন ফারজানা হককে জুনিয়র প্রোগ্রামার পদে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত কর্তৃক স্বাক্ষরিত এক নিয়োগপত্রে এ কথা জানানো হয়।
জানা যায়, শহিদ সাজিদের পরিবার ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ফারজানা হককে এ চাকরি দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ইকরামুল হক সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন তিনি। পরবর্তীতে সিএমএইচ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ইএইচ