Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাবি ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা

ঢাবি প্রতিনিধি

ঢাবি প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৪, ০৭:১১ পিএম


রাবি ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা

গণ অধিকার পরিষদের (মশিউজ্জামান-ফারুক) ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আকিল বিন তালেবকে সভাপতি এবং বায়োকেমিস্ট্রি বিভাগের ছাত্র শামছ উদ্দিন মোস্তফা শাহরিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

রোববার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোল্যা রহমাতুল্লাহ ও সদস্য সচিব মুনতাসির মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা দেওয়া হয়।

আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হলো। 

এ কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রীয় দপ্তর বরাবর প্রেরণ করার নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোল্যা রহমাতুল্লাহ বলেন, আজকে এক বছরের জন্য রাবির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ইএইচ

Link copied!