Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

শাবিপ্রবিতে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু

শাবিপ্রবি প্রতিনিধি

শাবিপ্রবি প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০৭:৫৩ পিএম


শাবিপ্রবিতে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়।

প্রথম দিনে ১,২৫০ জন শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তির জন্য ডাকা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার মানবিক ও বাণিজ্য ইউনিটের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক রেজা সেলিম জানিয়েছেন, শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ধারণের পাশাপাশি ডোপ টেস্টও করা হচ্ছে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করা হচ্ছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৪০ জন শিক্ষার্থীর ডোপ টেস্ট সম্পন্ন হলেও কারও ফলাফল পজিটিভ আসেনি।

শাবিপ্রবি ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে ভর্তিতে ডোপ টেস্ট চালু করে, যার উদ্দেশ্য শিক্ষার্থীরা মাদকমুক্ত কিনা তা নিশ্চিত করা। ডোপ টেস্ট কমিটির সদস্য সহযোগী অধ্যাপক আবদুল্লা আল সোয়েব বলেন, পরীক্ষায় চার ধরনের মাদকের উপস্থিতি যাচাই করা হয়: বেনজুডাইয়াজিপাইন (স্লিপিং পিল), গাঁজা, ইয়াবা ও আফিম। চিকিৎসকের পরামর্শে স্লিপিং পিল ব্যবহারকে স্বীকৃতি দেওয়া হলেও মাত্রাতিরিক্ত সেবনের ক্ষেত্রে তথ্য কাউন্সিলিং টিমের কাছে পাঠানো হয় এবং প্রয়োজনে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।

ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক আবু সাঈদ আরফিন খান জানান, ‘ওয়ান স্টপ সার্ভিস’ পদ্ধতিতে শিক্ষার্থীদের ভর্তির কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে। সাতটি ধাপে এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে, যার মধ্যে রয়েছে রক্ত পরীক্ষা, ডোপ টেস্ট, তথ্য ও স্বাক্ষর যাচাই, রেজিস্ট্রেশন, ভর্তি ফি গ্রহণ, হল সংযুক্তি এবং আসন বণ্টনের আবেদন। প্রতি ঘণ্টায় ১০০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করছে।

ইএইচ

Link copied!