Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ছাত্রলীগকে নিষিদ্ধে তিতুমীর কলেজে আনন্দ মিছিল

তিতুমীর কলেজ প্রতিনিধি:

তিতুমীর কলেজ প্রতিনিধি:

অক্টোবর ২৪, ২০২৪, ১১:২৭ এএম


ছাত্রলীগকে নিষিদ্ধে তিতুমীর কলেজে আনন্দ মিছিল

সরকার কর্তৃক ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় আনন্দ মিছিল করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। 

বুধবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে ক্যাম্পাসের মূল গেইট থেকে মিছিল নিয়ে মহাখালী টিবি গেইট ঘুরে ক্যাম্পাসে সামনে এসে শেষ হয়।

এতে কলেজটির প্রধান ফটক থেকে আনন্দ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় শিক্ষার্থীরা ‘হই হই রই রই, ছাত্রলীগ গেল কই’, ‘দিয়েছি তো রক্ত আরও দিবো রক্ত’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা সাইজ কর’, ‘ছাত্রলীগের চামড়া, তুলে নেব আমরা’, ‘আবু সাঈদের রক্ত বৃথা যেতে দিবো না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগ একটি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন। অন্তর্বর্তী সরকার তাদের নিষিদ্ধ করেছে। আমরা দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি।

এর আগে, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিআরইউ

Link copied!