Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আমার সংবাদে খবর প্রকাশ

শেরে বাংলার জীবন কর্মের উপর ববিতে কুইজ প্রতিযোগিতা

ববি প্রতিনিধি

ববি প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৪, ০৪:০৬ পিএম


শেরে বাংলার জীবন কর্মের উপর ববিতে কুইজ প্রতিযোগিতা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শেরে বাংলা এ.কে. ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার নামে নামকৃত শেরে বাংলা হলে কোনো আয়োজন না হওয়ার বিষয়ে গত রোববার ‘শেরে বাংলার জন্মবার্ষিকীতে ববিতে নেই কোনো আয়োজন‍‍` শিরোনামে আমার সংবাদে প্রকাশিত সংবাদের পর আগামী ৩০ অক্টোবর শেরে বাংলা এ.কে. ফজলুল হকের জীবন ও কর্মের উপর আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে ববি প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সহকারী রেজিস্ট্রার মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে কুইজ প্রতিযোগিতা আয়োজনের তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩০ অক্টোবর শেরে বাংলা এ.কে. ফজলুল হকের জীবন ও কর্মের উপর আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী আবাসিক শিক্ষার্থীদের আগামী ৩০ অক্টোবর সকাল ১১টায় শেরে বাংলা হলের টিভি রুমে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

ইএইচ

Link copied!