Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বশেমুরবিপ্রবিপির প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৪, ১১:১৫ এএম


বশেমুরবিপ্রবিপির প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি) এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক (সম্মান) প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।

সোমবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর ড. মো. মুছা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন।

সাইকোলজি বিভাগের প্রভাষক রিয়া রায়হান এবং গণিত বিভাগের প্রভাষক রুবিনা বেগম তানজিলার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিচয় পর্ব সম্পন্ন হয়।

এরপর জুলাই ও আগস্ট মাসে নিহত ছাত্র-জনতার মৃত্যুতে শোক প্রকাশ এবং তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ফুলেল শুভেচ্ছায় বরণের পর অনুষ্ঠানের সভাপতি ড. মো. মুছা খান ভর্তিকৃত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানান। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এবং রিসার্চ প্রযুক্তি ও প্রযুক্তি হস্তান্তর কেন্দ্রের পরিচালক ড. এম. এম. আয়ুব হুসাইন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক এবং প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের পরিচালক কে. এম. আসলাম উদ্দিন, সাইকোলজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারমিন আক্তার নিপা, প্রভাষক ও কাউন্সিলর নাজমা আক্তার, শিক্ষার্থীদের মধ্য থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তাহমিদুর রহমান নিহাল, গণিত বিভাগের নাওমি নাওয়ার, সাইকোলজি বিভাগের শেখ ফরিদ এবং পরিসংখ্যান বিভাগের সাব্বির মাহমুদ।

ইএইচ

Link copied!