Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পবিপ্রবিতে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৪, ০৭:৪৮ পিএম


পবিপ্রবিতে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত

‘গ্রামীণ নারীর মর্যাদাপূর্ণ জীবন গড়ি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করি’ এ প্রতিপাদ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৪ উদযাপন করা হয়।

বুধবার বেলা ১১টায় এ উপলক্ষ্যে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের উদ্যোগে জার্মপ্লাজম সেন্টার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে বেলা সোয়া ১১টায় জার্মপ্লাজম সেন্টারের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জার্মপ্লাজম সেন্টারের পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, যুগে যুগে নারীরা পুরুষের পাশে থেকে সাহস জুগিয়েছেন এবং সকল কাজে সহযোগিতা করেছেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ এবং পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক প্রফেসর মো. জামাল হোসেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!