Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

ছাত্রদল সভাপতি

বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত শিক্ষার্থীদের দায়িত্ব দিয়ে অব্যাহতি নেব

রাবি প্রতিনিধি

রাবি প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৪, ০৮:৩৬ পিএম


বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত শিক্ষার্থীদের দায়িত্ব দিয়ে অব্যাহতি নেব

‘বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব দিয়ে আমিসহ সকল সিনিয়র নেতাকর্মী অব্যাহতি নেব’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য সাংগঠনিক সফরে এসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি কথা বলেন।  

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদল সভাপতি বলেন, শিক্ষার্থীদের রাজনীতি সম্পর্কে যে নেতিবাচক ধারণা রয়েছে সেগুলো পরিবর্তন করে দেব। ছাত্রদলের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে চলাফেরা করবে। তাদের চলাফেরা দেখেই মেধাবী সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের রাজনীতিতে মুগ্ধ হবে।

ছাত্রদলে অছাত্রদের পরিবর্তে নিয়মিত শিক্ষার্থীদের নিয়ে আসবেন উল্লেখ করে এই নেতা বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট ক্ষমতায় থাকায় আমরা নেতৃত্ব পাইনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের কয়েক হাজার নেতাকর্মীর শিক্ষা জীবন ধ্বংস হয়ে গেছে। তারা শিক্ষাজীবন শেষ করতে পারেনি। আমরা সে সকল নেতাকর্মীদের মূল্যায়ন করব। তাদের নাম সংগঠনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে, বিশ্ববিদ্যালয়ের সকল রাজনীতি নিয়মিত শিক্ষার্থী দ্বারা পরিচালিত হবে। নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব দিয়ে আমি সহ সকল সিনিয়র নেতাকর্মী অব্যাহতি নেব।

ছাত্রদলে কোনো মোটরসাইকেল শোডাউন চলবে না উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার মোটরসাইকেল শোডাউন চলবে না। যদি কেউ করতে চায় তাকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সকল কর্মসূচিতে নেতাকর্মীরা দলবদ্ধ হয়ে শোডাউন দিবে। তবে, সকল প্রকার ব্যক্তিগত শোডাউন নিষিদ্ধ থাকবে।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠুসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) উপস্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দাবি ও দলটির একটি পুস্তিকা বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!